কবিতা
ভাবছো কী, বলো তো আমায় ভেবে ভেবে পাইনা কিছুই বলবো কী, ভাববে কী তুমি এই ভেবে মরি যে আমি। কতো কথা করেছি গোপন, সবই তো আমারই আপন। বলবো কতো কথা ভেবে থাকি তাই, এলোমেলো করি তোমার চোখে চাই। কখনও কী বলবে কিছু? ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়? কী রূপে ভেসেছি আমি? পাহাড় নাকি সাগর তুমি, গভীরতা তো মেপে দেখিনি। ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়? কোন চোখে দৃষ্টি ফেলে, কোনোদিন যাবো হারিয়ে। হেরেছি আমি বারেবার, হারিয়ে যাবো শতবার। ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়?