স্মৃতিস্মারক
শূন্য করে গেলে তুমি এই করেছো ভালো, স্মৃতিস্মারক জুড়ে তাই ভীষণ আঁধার কালো। হাত দুটো তোমার আজ অন্য হাতে বাধা, এই বেদনার দূরবিপাকে জীবন গোলক ধাধা। যাও চলে যাও বহু দূরে, খুঁজবনা তোমায় আর। মন খারাপের দিনে দিও, তোমায় খোজার অধিকার।। বাঁশের তোড়ায় ফুল, কার ছিলো এই ভুল? কার ছিলো দোষ পৌষের রাতে, ভাঙ্গা এক মাস্তুল। বেণীল সমুদ্দুর, তার কান্না মাখা সুর এখন আমি দুঃখ কুড়াই, ব্যথার অচীনপুর। যাও চলে যাও বহু দূরে, খুঁজবনা তোমায় আর। মন খারাপের দিনে দিও, তোমায় খোজার অধিকার।। পড়বে আমায় মনে, জনশূন্য নিরজনে তখন আমি বিষণ্ণ এক একলা তারার সনে দেখছি তোমায় খুব, তুমি কাদছো বুঝি আজ যেনো দূরে গেলেও কাছে ছিলাম হয়ে অদূরে বাতাস যাও চলে যাও বহু দূরে, খুঁজবনা তোমায় আর। মন খারাপের দিনে দিও, তোমায় খোজার অধিকার।। স্মৃতিস্মারক গান ভিডিও