কবিতা

 বাঁচার স্বপ্ন

প্রতিক্ষার প্রহরে ভাসিয়ে দিতে চাই,

আমার পাওয়া-না পাওয়ার স্বপ্নগুলোকে ।

রাতের আকাশের হাজারো তারার ভিরে চাই,

একাকী হারিয়ে যেতে ।

শীতের রাতের আলস্যে চাই,

শরীরকে এলিয়ে দিতে ।

গ্রীষ্মের প্রখর রোদে চাই,

ডানাভাঙ্গা পাখির মত পড়ে থাকতে ।

বর্ষার টিপটিপ বৃষ্টিতে চাই,

ছাদের উপর একাকী ভিজতে ।

ঋতুরাজ বসন্ত এলে চাই,

গ্রামের নির্জন পরিবেশে বসে কোকিলের গান শুনতে ।

আমি তা পারি না,

হারিয়ে যাওয়া অতীত ভেসে আসে ।

এইতো সেদিনের হাত ধরে পাশাপাশি চলা,

পাশাপাশি বসে হৃদয়ের কথা বলা ।

যায় না ভোলা,

তাইতো আজ লিখি কবিতা ।

বলি তুমি আমার,

তুমি আমার অতীত ও ভবিষ্যত,

আশায় থাকি তোমাকে নিয়ে বাঁচার।


আমার লেখা প্রথম কবিতা এটি ✌


Comments

Popular posts from this blog

SwiftUI Trick: Lazy View for Efficient Navigation

Folder vs Group in Xcode 16