Happiness is different for different people

 সুখ বিভিন্ন মানুষের জন্য ভিন্ন


সেদিন কি ভয় ছিল, নাকি এক কালো বিষধর সাপ,

যে আমার গোড়ালিতে জড়িয়ে ধরে তার বিষ ছড়াচ্ছিল?

তোমার সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তে,

আমার পায়ের নিচের মাটি যেন হারিয়ে যাচ্ছিল।

তুমি হাত বাড়িয়ে আমায় শক্ত করে ধরলে,

অন্ধকার থেকে টেনে আনলে আলোর দিকে।

তোমার কাঁধে মাথা রেখে আমি হারিয়ে গিয়েছিলাম এক অচেনা শান্তিতে।

তুমি জীবনের সেই হারানো রং ফিরিয়ে দিলে,

যা একসময় ধূসর হয়ে গিয়েছিল।


যে ভয়, যার লম্বা নখ আমার গলায় ক্ষত করে চলেছিল,

তুমি সেই ভয়কে ছিন্নভিন্ন করে দিলে।

আমি আবার নিঃশ্বাস নিতে পারলাম—স্বাধীন, মুক্ত।

পেছনের দুঃখের স্মৃতি ভুলে গেলাম,

ভবিষ্যতের দুশ্চিন্তা আমায় আর স্পর্শ করল না।

তোমার সাথে কাটানো সেই ছোট্ট দুই সপ্তাহ,

আমার জীবনের এক নতুন অধ্যায় হয়ে উঠল।

সেখানে ছিলাম কেবল তুমি আর আমি।

কিছু সম্পর্ক আছে, যেগুলোর কোনো বয়স নেই, কোনো নাম নেই।

তারা শুধু কিছু মুহূর্তের জন্য,

যেগুলোকে প্রাণ ভরে অনুভব করতে হয়।


কিছু সম্পর্ক এত গভীর যে, ভাষায় তার বর্ণনা অসম্ভব।

তাদের আঁকড়ে ধরে রাখতে মন চায়,

কিন্তু তবুও, তাদের ধরে রাখা হয়তো অসম্ভব।


দুজন মানুষ অনেক সময় দুই জাহাজের মতো,

যারা অন্ধকার রাতে একবার দেখা করে,

তারপর হারিয়ে যায় চিরতরে।


জানি, কোনো না কোনোভাবে এই লেখা তোমার কাছে পৌঁছাবে।

তোমার কাছে না যাওয়ার প্রতিজ্ঞা ভাঙার জন্য ক্ষমা করো।

ভাবো তো,

একজন পুরুষ আর একজন নারীর মধ্যে কি এমন এক সম্পর্ক হতে পারে,

যেখানে বিচার নেই, কেবল নিরবধি কথা বলা?

কোনো মিথ্যা নেই, কোনো লুকোচুরি নেই,

শুধু শোনা, বোঝা আর শান্তিতে থাকা?

তোমার সাহায্য আর বন্ধুত্ব আমার জীবনের এক বড় উপহার।

জানি, তুমি অন্যদেরও এভাবেই সাহায্য করবে।

তবে, তা সম্ভব হবে,

যদি তুমি তোমার নিজের দুঃখের অন্ধকার থেকে বের হয়ে আসতে পারো।


এক ছোট্ট মেয়ে তার প্রিয় পুতুল হারিয়ে কাঁদছিল।

শুভ্র তাকে বলেছিল, পুতুলটি একটি চিঠি লিখেছে।

'তুমি কেঁদো না।

আমি পৃথিবী ঘুরতে বের হয়েছি।

আমার যাত্রার কথা আমি তোমায় জানাব।'

প্রতিদিন শুভ্র তাকে পুতুলের নতুন নতুন চিঠি পড়িয়ে শোনাত।

মেয়েটি খুশিতে ভরে উঠত।

শেষে, শুভ্র তাকে একটি নতুন পুতুল আর একটি শেষ চিঠি দিল।

'আমার যাত্রা আমায় বদলে দিয়েছে।'

বড় হয়ে মেয়েটি সেই পুতুলে লুকানো একটি নোট খুঁজে পেল:

'তোমার যা কিছু প্রিয়, একদিন তা হারাবে।

কিন্তু ভালোবাসা ফিরে আসবে নতুন কোনো রূপে।'


এই গল্প সত্যি নাকি কল্পনা,

তাতে কি আসে যায়?

তবে যদি মনে হয়, এই যন্ত্রণার নরক থেকে বের হওয়ার একমাত্র পথ আত্মহত্যা,

তাহলে আমি তোমাকে আটকাব না।

কিন্তু তোমার সাথে,

আমার আত্মার এক টুকরোও চিরতরে মরে যাবে।

----------------------------------------------------------------------

Happiness is different for different people

Was it some fear or was it a black serpent

which had grabbed me by the ankles

when I first met you?

My feet were sinking into the ground.

You held my hand and pulled me out.

You gave me a shoulder to lean on.

You gave me a solace and I felt alive again.

The fears whose long nails had started wounding my throat...

You were the one who beheaded those snakes.

I started to breathe freely.

I didn't see the past nor think of the future.

In those two weeks with you,

I lived a whole new life.

It was simply you and me.

There are some relationships that neither have an age nor a name.

Those are just few moments to be lived.


Some relationships cannot be describes in words.

Your heart doesn't want to let it go.

But maintaining them is impossible.


Sometimes two people are like ships passing in the night.

who meet once or twice by coincidence and then never again.


I am sure somehow this book will reach you.

Sorry for breaking my promise to not meet you.

Forgive me.

Is it possible to have a relationship between a man and a woman

where they can tell each other anything without judging?

No secrets and no lies..

Just listening to each other, understanding each other, and living peacefully...

I consider your help and friendship as my good fortune.

And I am sure you will help others in the same way.

Yes it is possible only when you come out of your grief.

A little girl was crying for the lost doll.

Kafka helped in finding it but on not finding it, the next day

he read the letter of the doll to her.

'You don't cry.

I am going to see the world.

I'll write about my journey.'

Kafka went on to tell about the doll's exciting letters.

And the girl became happy.

In the end, Kafka gave her a new doll and one last letter.

'My journey has changed me.'

When the girl grew up

she found a hidden note inside.

Everything you love, you'll lose one day.

But in the end, love will come back in a different form.

Whether this story, narrated by Kafka's friend Dora is fact or fiction, what difference does it make?

If suicide is the only way you can get rid of this painful hell

then I won't stop you.

But with you, a part of my soul will also die.

Comments

Popular posts from this blog

কবিতা

SwiftUI Trick: Lazy View for Efficient Navigation

Folder vs Group in Xcode 16